তাবলীগি মেহনতের অপমৃত্যু কথিত আমির পূজারিদের মাধ্যমে

লিখেছেন লিখেছেন জিহর ০১ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪১:৫০ সন্ধ্যা

আমি মনে হয় রমযান মাসের পর আজকের আগ পর্যন্ত এই বছর কাদি নাই! রমযানে কেদেছি মোনাজাতে!

আমার বাবা যখন ২০০৪ সালে আমার সামনেই মারা যান! আমার আম্মা ,দুই বোন,এবং কিছু কাজিন বেশ কান্নাকাটি করছিলো! আমি তখন কেবল তাকিয়েই দেখেছি!

আব্বার অসুস্থতা দেখে বড়ো ভাই এম্বুলেন্স আনতে হাসপাতালের দিকে গিয়েছিলেন!

আব্বা মারা যাবার দুই ঘন্টাপর বড়ো ভাই বাসায় আসেন,(এম্বুলেন্স নিয়ে,তখন তার মোবাইল ফোন ছিলো না)!

সে আসার পর আম্মা আরো কাদতে থাকেন! আমি ছোটো ছিলাম, আমার অনুভুতি তখন শূন্যের কোটায়!

তাই হয়তো সেদিন কাদি নাই।

কিন্তু কেদেছিলাম ৫ই মে'র সেই কালো রাতে,এবং পরদিন যখন বড়ো ভাই আমাকে ট্রাউজার-গেঞ্জি দিয়ে বললেন,এগুলো পরে নিতে এবং জানালেন হুজুর দেখলেই রাস্তায় পেটানো হচ্ছে, তখন কেদেছিলাম (ভয়ে নয়,এ জন্য যে,আজ আমায় টুপি পাঞ্জাবী ছেড়ে এই লেবাস নিতে হচ্ছে জালিমের অত্যাচারের কারনে)!

তারপর আজ এই ২০১৮ সালের ১ই ডিসেম্বর আমি কেদেছি!

আজ আমার পূর্ণ অনুভুতি আছে! আমার বুকটা খালি খালি লাগছে! একটা শূন্যতা আমায় গ্রাস করে নিচ্ছে! মনে হচ্ছে যেনো পৃথিবী আমার জন্য সংকির্ন হয়ে যাচ্ছে!

আমার দম বন্ধ হয়ে আসছে ক্ষনে ক্ষনে। আমি মেনে নিতে পারছিনা কিছুতেই !

,

সব থেকে বড়ো কথা, এই মোবারক কাজ আর কখোনই প্রান ফিরে পাবে না! অন্ততো বাংলাদেশে তো নয়ই!

বিদায় তাবলীগ...

,

facebook, https://m.facebook.com/story.php?story_fbid=2219113141699313&id=100008019462631

বিষয়: বিবিধ

৭২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386214
০৩ ডিসেম্বর ২০১৮ সকাল ১০:৪৫
পারভেজ লিখেছেন : দুঃখ করিওনা ভাই।
আল্লাহ এদের হেদায়াত দান করে সঠিক পথে ফিরিয়ে আনুক এটাই দোয়া করি।আমার দেখা অনেক এলাকার মসজিদে একনো তাবলিগ জামায়াতের লোকদের প্রবেশ করতে দেয় না। এই ঘটনার পরে মনে হয় এলাকাতেই প্রবেশ নিষেধ হয়ে যাবে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি এই জামায়াতকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আর টঙ্গির এই মাঠকে বাংলাদেশের গরীব দুখিদের জন্য কাজে লাগানোই সব থেকে সুমূচীন। ক্ষমতা যে কি লোভনীয় জিনিস, এই ভালো মানুষের আবরণে আস্ত বদের হাড্ডির দল প্রমান করে দিলো ।
386218
০৫ ডিসেম্বর ২০১৮ দুপুর ০২:৩০
নিমু মাহবুব লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File